আপনার ওয়েব সাইটকে আর ও সুন্দর করে তুলুন ফেবিকন দ্বারা
আসুন জেনে নেই ফেবিকন কি ? ফেবিকন হল একটি সাইটের ছোট একটি আইকন যা আপনার
ইন্টারনেট ব্রাউজারে দেখা যায় ।আমার সাইটে ভিজিট করলে দেখবেন একটি লোগো
আসা যাওয়া করছে ।
ফেবিকনের সুবিধা: ফেবিকন ব্যবহার করলে বুঝা যায় এটা কোন সাইট ।যে কোন ইউজার সহজে আপনার সাইটকে মনে রাখতে পারবে ।
এবার আসুন কিভাবে তা করবেন শিখে নেই…….
ধাপ- ০১
ফেভিকন
হিসেবে আপনি যা রাখতে চান তা ঠিক করুন। লেখা কিংবা ইমেজ উভয়ই ফেভিকন হতে
পারে। লেখা হলে এটিকে ইমেজে রুপান্তর করে jpeg মোডে সেইভ করুন।
ধাপ- ০২
এখানে ক্লিক করে সাইটটিতে চলুন। এখান থেকে লগোটি কনভার্ট করতে হবে।
ব্রাউজ
করে আপনার কম্পিউটার থেকে লগোটি সিলেক্ট করুন তারপর Generate FavIcon.ico
বাটনে ক্লিক করুন। অল্প কয়েক মুহূর্তের মধ্যেই ফেভিকন তৈরি হয়ে যাবে।
ফেভিকন
তৈরি হয়ে গেলে একটি জিপ ফাইলের মধ্যে একটি .gif, .jpg এবং একটি Read Me
ফাইল থাকবে। জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ব্যাস, এই পর্বের কাজ শেষ।
ধাপ- ০৩
জিপ
ফাইলটি আনজিপ করুন। এবার আপনি সিদ্ধান্ত নিন আপনি এনিমেটেড ফেভিকন ব্যবহার
করবেন নাকি নরমাল ফেভিকন ব্যবহার করবেন। ধরে নিলাম আপনি এনিমেটেড ফেভিকন
ব্যবহার করবেন। তাহলে এফটিপি দিয়ে এনিমেটেড ফেভিকনটি আপনার ওয়েবসাইটের
রুট ডিরেক্টরিতে আপলোড করে দিন।
তারপর আপনার সাইটের এডমিন প্যানেলে
ঢুকে Settings > Appearance > Editor – এ ক্লিক করুন। header.php
ফাইলটি ওপেন করুন। ঐ ফাইলটির আগে যেকোনো জায়গায় নিচের কোডটুকু লিখে দিন।
আর যদি নরমাল ফেভিকন ব্যবহার করতে চান তাহলে নিচের কোডটুকু লিখবেন।
তবে
একটা কথা আপনি যদি নতুন হন তাহলে উপরের লেখাটি পেষ্ট করার আগে Head
ট্যাগের বা এই পেইজের সম্পূর্ন কোডটি কপি করে ডেস্বটপে রেখে দিন ।কারন
কোখাও ভুল হলে আপনার সাইটে ইরর আসতে পারে ,তখন ঐ কোডটি পুনরায় পেস্ট করে
দিলে আপনার সাইট আবার আগের জায়গায় ফিরে আসবে ।
সবাই ভালো থাকবেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন