পরিচিতি

বেনাপোলঃ


বেনাপোল বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম যেখানে একটি সীমান্ত তল্লাশী ঘাঁটি ও স্থল বন্দর অবস্থিতএই স্থল বন্দর পরিচালনার জন্য রয়েছে [বেনাপোল কাস্টম হাইজ]বেনাপোল গ্রামটি যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গতবেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত

স্থানাঙ্কঃ 23°05N 88°9E

গুরুত্বঃ
বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয় বেনাপোল হতে কলকাতা মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিতমোট স্থলবাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে১৯৯৬-৯৭ অর্থবছরে এখানে ৫০০ কোটি টাকার পণ্য বানিজ্য সংঘটিত হয়এছাড়া বাংলাদেশ থেকে স্থল পথে গমনের প্রধান পথ যশোর-বেনাপোল-বনগাঁ-কোলকাতা গ্র্যান্ডট্রাঙ্ক রোড  । এই পথে প্রতিদিন শত শত ফ্রমণকারী চলাচল করে থাকে । এই বন্দরে হাজার হাজার লোকের কম