অভ্যন্তরীণ মাংসের চাহিদা পূরণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মহিষের মাংস আমদানি করা হচ্ছে। বেনাপোল বন্দর দিয়ে মহিষের মাংস আমদানির ঘটনা এটাই প্রথম। এ বিষয়ে বেনাপোল বন্দরের কর্মকর্তারা জানান, ভারতের মুর্শিদাবাদ জেলার আল কোরাইশ আবু তাহের নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে মহিষের মাংস আমদানি করা হচ্ছে।
গতকাল বেনাপোল বন্দর দিয়ে আট মেট্রিক টন মহিষের মাংস আমদানি করে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফ্রেশ অ্যান্ড ফ্রোজেন। আমদানীকৃত মাংসের ঘোষিত মূল্য চার হাজার ৭৪০ মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়। শুল্ক বিভাগ কর্তৃপক্ষ মাংসের দাম বাড়িয়ে আট হাজার মার্কিন ডলারে শুল্কায়ন করে ছাড় দেয়। ফলে প্রতি কেজি মাংসে ৬৫ টাকা করারোপ করা হয়। শুল্কসহ আমদানীকৃত প্রতি কেজি মাংসের ক্রয়মূল্য হয় ১৩৫ টাকা। ট্রাক ভাড়াসহ ও আনুষংগিক অন্যান্য খরচ যোগ করে প্রতি কেজির দাম পড়বে ১৪৫ টাকা।
-কালের কণ্ঠ অবলম্বনে
২টি মন্তব্য:
যা বাড়ি যা
কি হবে এত করে
একটি মন্তব্য পোস্ট করুন